শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো অনুকূল পরিবেশ এখনো হয়নি: শিক্ষামন্ত্রী
আলোুকিত লংগদু ডেক্সঃ
করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো অনুকূল পরিবেশ এখনো হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
বৃহস্পতিবার বিকালে, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছিল জানিয়ে দীপু মনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা কখনই মুছে ফেলা যায়নি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হারুন অর রশীদ। বঙ্গবন্ধুর ঘাতকদের বিচারের পাশাপাশি হত্যাকাণ্ডের মূলহোতা খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি করেন বক্তারা।