শান্তি চুক্তির ২৩ বছর পূর্তিতে লংগদুতে অসহায়, গরীবদের মাঝে ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী
।। গোলামুর রহমান ।।
পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তিতে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের উদ্যোগে এলাকার অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের পক্ষ থেকে উপজেলা সদরে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অর্ধশত গরীব, অসহায় পাহাড়ি, বাঙ্গালীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এছাড়া বামে লংগদু, করল্যাছড়ি, মাইনী সহ উপজেলার বিভিন্ন গ্রামের পাহাড়ি, বাঙ্গালী অসুস্থ ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবার দায়িত্বে ছিলেন জোনের আরএমও ক্যাপ্টেন মসিউর রহমান।
লংগদু জোন কমান্ডার লে.কর্নেল মিরাজ হায়দার চৌধুরীর উপস্থিতে ত্রাণ ও চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন আমরা সর্বদা সাধারণ মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি এবং আগামীতেও করবো। আজ শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে আমরা অসহায়, দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ ও চিকিৎসা সেবা প্রধান করেছি।