লাইন টানার ৬বছর পর বিদ্যুৎ সংযোগ পেল জারুলবাগানের ৫শতাধিক পরিবার

১০১

লাইন টানার ৬বছর পর বিদ্যুৎ সংযোগ পেল জারুলবাগানের ৫শতাধিক পরিবার

।। ও.এফ. মুছা ।।
“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ”এই শ্লোগনকে সামনে রেখে দুর্ঘম পাহাড়ে শতভাগ বিদ্যুৎ পৌছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। তারই অংশ হিসেবে
শুক্রবার (২২এপ্রিল), লংগদু উপজেলাধীন মাইনীমুখ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জারুলবাগানের প্রায় ৫ শতাধিক পরিবার অন্ধকার গুছে বিদ্যুতের আলোয় আলোকিত হল।

লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার প্রধান অতিথি হিসেবে পশ্চিম জারুল বাগান মসজিদে বিদ্যুতের সুইচ টিপে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।

এসময় মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম সরকার, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রুবেল হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

মাইনীমুখ ইউনিয়নের কাচালং নদীর পূর্ব পাড়ে সাত নং ওয়ার্ডে ৫/৬ বছর আগে বিদ্যুৎ লাইন টানা হলেও ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। এলাকাবাসীয়র সাথে আলাপ আলোচনা করে মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসনে কমল উদ্যোগ নিয়ে বিদ্যুতের অসমাপ্ত কাজ সমাপ্ত করেন এবং ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করেন।

দীর্ঘ বছর পর দাবী অনুযায়ী বিদ্যুৎ সংযোগ পেয়ে অত্যান্ত খুশি এলাকাবাসী। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জারুলবাগানবাসী।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।