লংগদুতে এক হাজার প্রান্তিক কৃষক পেলেন কৃষি প্রণোদনা
লংগদুতে এক হাজার প্রান্তিক কৃষক পেলেন কৃষি প্রণোদনা
।। আলোকিত লংগদু ডেক্স ।।
কৃষি সমৃদ্ধি এই শ্লােগানকে সামনে রেখে লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসের সামনে ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি অতিরিক্ত দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জনি রায় এপ্রণোদনা বিতরণ করেন।
এতে উপজেলার সাতটি ইউনিয়নের এক হাজার প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। জনপ্রতি কৃষককে আউশ উপসি জাতের ধান ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি হারে বিতরণ করা হয়।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন কুমার চৌধুরী সহ বিভিন্ন উপসহকারি কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।