লংগদু সদর ইউনিয়নে মৎস্য কার্ডধারীদের মাঝে মৎস্য সহায়তা(চাউল) বিতরণ

0 ১৬১

।।স্টাফ রির্পোটার ।।
রাঙামাটির লংগদু উপজেলার লংগদু সদর ইউনিয়ন পরিষদের আওতাধীন কার্ডধারী মৎস্যজীবিদের মাঝে বিনামূল্যে মৎস্য সহায়তা চাউল বিতরণ করা হয়েছে।
বৃহষ্প্রতিবার(২৪ সেপ্টেম্বর), উপজেলার ৭নং লংগদু উইনিয়ন পরিষদের আওতাধীন বসবাসরত ১৬৫০ পরিবার মৎস্য কার্ডধারী মাঝে আজ ৪৫০ পরিবার জেলেদের মৎস্য সহায়তা জন প্রতি ২০ কেজি হারে চাল বিনামূল্যে বিতরণ করা হয়।
ইউপি কার্যালরে সামনে জেলেদের মৎস্য সহায়তা চাল বিতরণ করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ও টেক অফিসার মোঃ শওকত আকবর। এসময় লংগদু উইপি সচিব মোঃ নাজমুল হক ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। লংগদু উপজেলা প্রশাসন এতে সার্বিক সহযোগিতা করেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।