লংগদু জোনে এতিম শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রীতিভোজের আয়োজন

0 ১২৬

মো. গোলামুর রহমান।।

ঈদ আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এতিম শিশু শিক্ষার্থী নিয়ে ঈদের দিন দুপুরে প্রীতিভোজের আয়োজন করেছে লংগদু জোন।

বৃহস্পতিবার বেলা ১২ টায় লংগদু জোনে উক্ত আয়োজন সম্পন্ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া পিএসসি, অত্র জোনের উপ অধিনায়ক মেজর আহমদ ফারসাদ কবির সহ জোনের অন্যান্য অফিসার বৃন্দ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু সহ শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ।

এইদিন একই সাথে ১৫ জন এতিম শিশু শিক্ষার্থীকেও প্রীতিভোজে রাখেন লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া পিএসসি।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।