লংগদু কৃষি ব্যাংকে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ৪% সুদে ঋণ বিতরণ অনুষ্ঠান

0 ১০৭

।। আলোকিত লংগদু ডেক্স ।।
বাংলাদেশ কৃষি ব্যাংক লংগদু শাখার উদ্যোগে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ৪% সুদে ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (৩১আগষ্ট) বাংলােদেশ কৃষি ব্যাংক লংগদু শাখার উদ্যাগে আয়োজিত ঋণ দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন।
বাংলােদেশ কৃষি ব্যাংক লংগদু শাখার ব্যাবস্থাপক উম্মেস চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি ব্যাংকের সহকারী ব্যবস্থাপক আরিফুল ইসলাম, লংগদু বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মাঠ কর্মকর্তা পঙ্কজ দাশ ও বিটন চাকমা উপস্থিত ছিলেন।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন বক্তেব্যে বলেন, আত্মকর্মসংস্থান গড়ে তুলতে সরকার প্রকৃত কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে মাত্র ৪% সূদে ঋণ বিতরণ করা হচ্ছে। এতে কৃষকগণ খুবই উপকৃত হবে।
কৃষি ব্যাংক লংগদু ব্যবস্থপক উন্মেষ চাকমা বলেন, লংগদু উপজেলায় কৃষি উদ্ব্যাণ বিত্তিক মোট ৫৫ লাখ টাকা কৃষি ঋণ বিতরণ করা হবে। ইতিমধ্যে ৩০ লাখ ঋণ বিতরণরে জন্য সিরিয়াল করা হইছে। শেষে প্রধান অতিথি ৪জনের মাঝে ৪লাখ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ করেন ।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।