লংগদু উপজেলা ছাত্রলীগের উদ্যোগে “গণতন্ত্রের বিজয় দিবস” পালন।

২২৬

।। সাকিব আলম মামুন ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে “গণতন্ত্রের বিজয় দিবস” উদযাপন করেছে লংগদু উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (৩০ ডিসেম্বর), সন্ধ্যা ৭ টায় লংগদু উপজেলার বাইট্টাপাড়া সংলগ্ন দলীয় কার্যালয়ে লংগদু উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে ও ছাত্রনেতা মঞ্জুরুল ইসলাম লিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন।
প্রধান অতিথি সাদেক হোসেন বক্তব্যে বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে ব্যালটের মাধ্যমে আওয়ামীলীগের পক্ষে নৌকা প্রতীকে গণরায় প্রদান করে। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রাখতে লংগদু উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাংগামাটি জেলা ছাত্রলীগের সহ সম্পাদক নেছার উদ্দিন হৃদয়, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হানিফ, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের ছাত্রলীগ নেতা সাকিব আলম মামুন, ফারহাদ আল ফারদীন, সোলাইমান মীর ও ৬নং মাইনীমূখ ইউপি ছাত্রলীগের ১নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম সহ অনেকে।

সভাপতির বক্তব্যে তৈয়ব আলী বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক গণতান্ত্রিক মূল্যবোধ উদ্ভাসিত সমাজ বিনির্মাণ করতে বদ্ধপরিকর।
সবশেষে ১৫ আগস্ট নিহত জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।