লংগদুর মারিশ্যাচর এলাকায় বজ্রপাতে ৫ ব্যাক্তি আহত

0 ২১৭

।। মোঃ গোলামুর রহমান ।।
বর্তমান সময় বৃষ্টিপাতের সাথে বজ্রপাতে আহত ও নিহতের সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে।
সোমবার (৩আগস্ট) রাঙ্গামাটির লংগদু উপজেলার ৪নং বগাচত্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মারিশ্যাচর শিবার আগা দোকানদার মোঃ তাজুল ইসলামের দোকানের পাশে সন্ধা ৭.২৫ টার সময় বজ্রপাত হয়।
এসময় দোকানের ভিতর বসে থাকা পাঁচজনের শরীরে বজ্রপাতের তাপ লাগে। তারা হলেন মোঃ জাহাঙ্গীর আলম(৮০), গ্রাম পুলিশ মোঃ জসিম (৫০), মোঃ সোহেল (৩৫), মোঃ আবির হোসেন (১৮), মোঃ ওলি উল্লাহ (১৭), এই সময় বজ্রপাতের তাপ এবং শব্দের কারণে সকলে জ্ঞান হারিয়ে পেলে এবং একজনের পিঠে কিছু অংশ পুড়ে যায়, আরো একজনের হাটুতে কিছু অংশ পুড়ে যায়, অন্য একজনের হাতে কিছু অংশ পুড়ে যায়, বাকী দুজন শুধু জ্ঞান হারিয়ে নিস্তব্ধ হয়ে পড়েন।
সে সময় পাশে থাকা লোকজন আহতদের প্রাথমিক ভাবে সেবা দিয়ে সকলকে সুস্থ করে তুলেন। আহত সকলেই নিজ নিজ গৃহে অবস্থান করছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।