লংগদুর বগাচতর ইউপি’তে সংরক্ষীত পদে উপনির্বাচনে ফেরদৌস বেগম নির্বাচিত

0 ২১৬

।। আলোকিত লংগদু.কম ।।
রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নে ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষীত সদস্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ফেরদৌস বেগম (তালগাছ প্রতীকে) ৫৪৮-ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহনাজ বেগম (হেলিকপ্টার প্রতীকে) পেয়েছেন ৩৯৭ভোট।
মঙ্গলবার (২০ অক্টোবর), উপজেলার বগাচতর ইউনিয়নে ৭,৮,৯ নং তিনটি ওয়ার্ডের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার ও প্রিসাইডিং অফিসার মোঃ জমির উদ্দিন জানান, সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপনির্বাচনে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে। লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্যাথোয়াই প্রু মারমা, থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর নির্বাচনী কেন্দ্র পরিদর্শণ করেছেন।
উল্লেখ্য গত ৯ জুলাই ২০২০ই তারিখে বগাচতর ইউনিয়নে ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হামিদা খাতুনের মৃত্যুতে এই উপনির্বাচন অনুষ্ঠিত হল।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।