লংগদুতে ৩০টি জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমূক্ত

0 ১৪৫

। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাজস্ব খাতের আওতায় ২০২১ অর্থবছরে উপজেলার বিভিন্ন ব্যাক্তি ও প্রাতিষ্ঠানিক ভিত্তিক বিভিন্ন জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার, লংগদু উপজেলা পরিষদের ঘাটে এসব মাছের পোনা বিতরণ করা হয়। মাছ চাষের জন্য ৩০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত করতে কার্প জাতীয় (রুই, মৃগেল ও কাতাল) মাছের ২শত ৫কেজি পোনা প্রাতিষ্ঠানিক প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব মাছের পোনা বিতরণ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। এসময় রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটির ব্যাবস্থাপক লেঃ কমান্ডার তৌহিদুল ইসলাম, কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, লংগদু উপজেলা অঃদাঃ মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।