লংগদুতে স্টুডেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন’র মেধা বৃত্তি প্রদান

0 ১০৮

।। ও,এফ মুছা ।।
রাঙামাটির লংগদু উপজেলা স্টুডেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র ছাত্রীদের ‘মেধা বৃত্তি-২০১৯’ প্রদান করা হয়েছে। লংগদু স্টুডেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন গত এক বছর পূর্বে ‘মেধা বৃত্তি কার্যক্রম শুরু করলেও দেশে করোনা শুরু হয়ে যাওয়ায় সমাপনি অনুষ্ঠান এতোদিন স্থগিত ছিলো।
বুধবার(২ ডিসেম্বর), লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে লংগদু উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্যাথোয়াই প্রু মারমা এর সভাপতিত্ব করেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মোমিনুল হক মাষ্টারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, লংগদু ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি প্রভাষক হারুনুর রশীদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন, লংগদু সরকারী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইমাম উদ্দিন, আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা।
এছড়া লংগদু উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, উপ আনুষ্ঠানিক শিক্ষা প্রোগ্রামের লংগদু প্রোগ্রাম অফিসার মোঃ জুন্নুন আলম অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বারেক সরকার বলেন, লংগদু উপজেলায় বিগদ কয়েক বছর আগেও ছেলে-মেয়রো দাখিল ও আলিম পরিক্ষা দিতে জেলা সহ দূর দূরান্তে যেতে হত। বর্তমান সরকারের রাঙামাটির গণমানুষের নেতা দীপংকর তালুকদারের প্রচেষ্টায় এখন সকল পরীক্ষা লংগদু থেকে দিতে পারছে। এছাড়া লংগদু মডেল কলেজকেও সরকারী করণ ও ডিগ্রিতে উন্নীত করা হয়েছে। এখন এলাকায় শিক্ষার হার বাড়ছে। আমরা মেধার মূল্যায়ন করতে চাই। মেধাবীদের মূল্যায়ন করলে ছাত্র ছাত্রীদের মধ্যে মেধার বিকাশ হবে। লংগদু স্টুডেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন সংগঠনটি যে উদ্যোগ গ্রহন করেছে তা খুবই প্রশংসনীয়। এর ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
শেষে অতিথিগন বিভিন্ন বিদ্যালয়ের মেধা স্থান অর্জনকারী ২১ ছাত্র ছাত্রীদের মাঝে পুরুস্কার হিসেবে ক্রেস্ট, প্রাইজমানি ও সনদপ্রত্র প্রদান করেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।