লংগদুতে সেনা জোনের মতবিনিময় সভা

১৫৪

আলোকিত লংগদু ডেস্কঃ

সরকার পার্বত্য এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। তাই এখানে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। কেননা উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। সমাজ, দেশ উন্নয়নে সকলের অবদান রাখতে হবে। তার জন্য শিক্ষাকে বেশি গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন লংগদু উপজেলা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল ইসলাম (পিএসসি)।

সোমবার (২২ আগস্ট) রাঙামাটির লংগদু উপজেলার সেনা জোন (তেজস্বী বীর) এর উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জোন কমান্ডার এসব কথা বলেছেন।

জোনের নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া বক্তব্যে বলেন, আপনারা অতীতে জোন কমান্ডারকে যেভাবে সহযোগিতা করেছেন আমাকেও সেভাবে সহযোগিতা করবেন।

এছাড়া বক্তব্য রাখেন, লংগদু  উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আব্দুর রহীম, সদস্য আসমা আলম, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু।

এ সময় উপ-অধিনায়ক মেজর মোঃ রিয়াজ আম্মেদসহ উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খায়রুল ইসলাম পিএসসি বক্তব্যে তিনি এলাকার শিক্ষা, রাস্তা, বিদ্যুৎ ও ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের ব্যাপারে ঊর্ধতনের নিকট তুলে ধরবেন বলে জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন। 

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।