লংগদুতে সকল ভাতাভোগীদের তথ্য দিয়ে (এম.আই.এস) ডাটা এন্ট্রি বিষয়ে মতবিনিয় সভা

0 ১৬৬

।।আলোকিত লংগদু ডেক্স ।।

রাঙামাটির লংগদু উপজেলা সমাজসেবার কার্যালয়ের আওতাধীন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সকল ভাতা কার্যক্রমের উপকারভোগীদের ডিজিটাল পেমেন্ট-তে ভাতা প্রদানের লক্ষ্যে সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সচীবদের নিয়ে মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২ সেপ্টেম্বর), লংগদু উপজেলা সমাজসেবা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়েস চাকমা এতে সভাপতিত্ব করেন। সভাপরিচালনা করেন সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর আবুল কালাম আজাদ। এসময় সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সচীবগন উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে সকল ভাতা ভোগীদের চলমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসষ্টেম (এম আই এস) ডাটা এন্ট্রি মাত্র ৭০ভাগ ভাতা ভোগী উপস্থিত হয়ে তথ্য দিয়ে এন্ট্রি হয়েছেন, বাকি ৩০ ভাগ ভাতাভোগী এলাকায় অনুপস্থিতের কারণে তাহাদের ভাতার নাম বাতিল হয়ার সম্ভাবনা আছে। তাই, ইউনিয়নের সকল ভাতাভোগীদের তথ্য দিয়ে MIS ডাটা এন্ট্রি করে নেওয়ার জন্য সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সচীবগণের নিকট সহযোগীতা কমানা করা হয়েছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।