লংগদুতে লেবু জাতীয় ফসল সম্প্রসারণে ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0 ৪১২

।। আলোকিত লংগদু ডেস্ক ।।
রাঙামাটির লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরের লেবু জাতীয় ফসল সম্প্রসারণ বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও পুষ্টি উন্নয়ন জোরদার করার লক্ষে কৃষক/কৃষানীর ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
লংগদু উপজেলা সদরে হর্টিকালচার প্রশিক্ষণ সেন্টারে দুই দিনব্যপী আয়োজিত প্রশিক্ষণ গতকাল (মঙ্গলবার) সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়েছে।
এতে প্রশিক্ষণ প্রদান করেন রাংগামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, লংগদু উপজেলা উদ্যান তত্ত্ববিদ আসিব আমিন,
এতে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৬০ জন প্রান্তিক কৃষক লেবু জাতীয় ফসল সম্প্রসারণের প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।