লংগদুতে ‘মৎস্য সপ্তাহে’ মাছের পোনা অবমুক্ত

0 ১৫৪

। গোলামুর রহমান ।।
মৎস্য সপ্তাহ উপলক্ষে ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে লংগদু উপজেলা মৎস্য কর্মককর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল উপজেলার মৎস্য পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, উপজেলা (অতিঃ দায়িত্ব)মৎস্য কর্মককর্তা নবআলো চাকমা উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।