লংগদুতে মৎস্য চাষীদের ৩দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

alokitolangadu@gmail.com

0 ৩২৭

 

আরাফাত হোসেন বেলাল লংগদুঃ

রাঙ্গামাটির লংগদুতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্য চাষীদের তিন দিনের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর ), লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে প্রশিক্ষণের সমাপনীতে প্রশিক্ষণ প্রাপ্ত উপজেলার ২০ জন মাছ চাষীকে সনদপত্র প্রদান করা হয়। সনদ প্রদান করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তানবির আহসান। শেষে প্রশিক্ষণ প্রাপ্ত মাছ চাষীদের নিয়ে খাগড়াছড়ি মিনি মৎস্য হ্যাচারী পরিদর্শন করা হয়।

গত মঙ্গলবার (১৯ জুন) উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মৎস্য চাষীদের তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাংগামাটি জেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুল আল হাসান পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প পরিচালক জনাব শেখ মোঃ এরশাদ বিন শহীদ রাঙ্গামাটি অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প সহকারি পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন ফাহিম মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম সহ প্রমুখ।

মাছ চাষীদের প্রতি কার্প জাতীয় মাছ আধুনিক পদ্ধতিতে কিভাবে চাষ করতে হয় এসব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান।

প্রধান অতিথি লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার বলেন, অনেকে মাছ চাষ করেন, কিন্তু অনেক সময় দেখা যায় সঠিক পদ্ধতির অভাবে চাষীরা ক্ষতিগ্রস্থ হয়ে থাকেন। তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে পারলে কখনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকেনা, তাই সংশ্লিষ্ট মৎস্য দপ্তরের কর্মকর্তাদের সাথে পরামর্শ করে চাষ করার জন্য চাষীদের প্রতি অনুরোধ করেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।