লংগদুতে মোবাইলে বৈদ্যুতিক শক-এ প্রাণ হারালো এক শিশু

0 ১৫১

মোঃ গোলামুর রহমান

রাঙামাটির লংগদু উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের জামতলা গ্রামে চার্জ দেয়াবস্থায় মোবাইল চালাতে গিয়ে বৈদ্যুতিক শক লেগে মোঃ মোমিন(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার(২১জুলাই) রাত আটটার সময়।লংগদু থানা ও স্থানীয় সূত্র জানানয়, উপজেলার জামতলার বাসিন্দা অলি মিয়ার স্ত্রী নিজ ঘরে একটি মোবাইল চার্জ দেয়। তাদের ছেলে মোঃ মোমিন(৭) চার্জ দেয়া অবস্থায় মোবাইল নিয়ে টিপতে থাকলে একময় বৈদ্যুতিক শক খেয়ে পড়ে যায়। পরিবারের সদস্যরা টেরপেয়ে তাকে দ্রুত লংগদু সদর হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস্যক মোমিনকে পরীক্ষা করে মৃত ঘোষনা করেন। লংগদু থানা পুলিশ ময়না তদন্তের জন্য শিশুটির মৃতদেহ থানায় নিয়ে যায়। লংগদু থনার এসআই সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান শিশুটির লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেলা মর্গে পাঠানো হয়েছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।