লংগদুতে মুখে মাক্স না পরায় ৬ব্যাক্তিকে আর্থিক জরিমানা ও সচেতনতার মাইকিং

১৬২

।।আলোকিত লংগদু ডেক্স।।
রাঙামাটি লংগদুতে বিভিন্ন বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসান।
সোমবার (২১জুন), লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে অভিযান চালিয়ে চার ব্যাক্তিকে এবং মাইনীমুখ বাজারে দুই ব্যাক্তিকে মুখে মাক্স পরিধান না করায়র দায়ে প্রত্যেককে দুইশত টাকা মোট আটশত টাকা আর্থিক জরিমানা করেন।
সেই সাথে লংগদু থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতন মূলক মাইকিং করা হয়। এসময় সর্বাত্বক সহযোগিতা করেন লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।