লংগদুতে মাস্ক না পড়ায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

সাকিব আলম মামুন
……………………………….
প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাংগামাটির লংগদুতে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার মাইনীমুখ বাজার ও বাইট্টাপাড়া বাজারে বিভিন্ন রাস্তায় ও মার্কেটে অভিযান চালিয়ে মুখে মাস্ক না পড়ায় পাঁচ জন ব্যাক্তিকে আর্থীক জরিমানা ও সচেতন হওয়ার সতর্ক করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
লংগদু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্যাথোয়াই প্রু মারমা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় লংগদু থানা পুলিশ সদস্যগন সর্বাত্বক সহযোগীতা করেন।
এ বিষয়ে লংগদু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্যাথোয়াই প্রু মারমা বলেন, লংগদুতে দিন দিন করোনা আক্রন্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ উপজেলাকে রক্ষা করতে প্রশাসন তৎপরতা চালাচ্ছে। তারপর জনসাধারণ সচেতন হচ্ছে না। মুখে মাস্ক না পড়লে জেল জরিমানার সরকারিভাবে নির্দেশনা থাকলেও কেউই তা মানছে না। উপজেলার বিভিন্ন স্থানে রাস্তায় ও মার্কেটে অভিযান চালিয়ে মাস্ক না পড়ায় এবং যথাযথ স্বাস্থ্যবিধি না মানার দায়ে ৫জনকে অর্থদন্ড দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, লংগদু উপজেলা প্রশাসন সরকারি নির্দেশনা মোতাবেক মানুষের কল্যাণের স্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় সবাইকে করোনা প্রতিরোধে ঘরে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।