লংগদুতে ভিজিডি সুবিধা ভোগীদের জীবন দক্ষতা মূলক প্রশিক্ষণ

0 ১৮২
।। লংগদু প্রতিনিধি ।।
রাঙামাটির লংগদুতে ভিজিডি চক্রের সুবিধা ভোগী মহিলাদের জীবন দক্ষতা ও আয় বৃদ্ধি মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর), লংগদু উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ২০১৯-২০ সালের ভিজিডি চক্রের সুবিধা ভোগী মহিলাদের জীবন দক্ষতা ও আয় বৃদ্ধি মূলক প্রশিক্ষণ আজ সকাল ১০টায় লংগদু উপজেলা সদরে তিনটিলা পাড়া কেন্দ্রে সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এওয়াক’ এর পরিচালনায় আয়োজিত প্রশিক্ষণে প্রতি পর্বে ২০ জন করে ভিজিডি সুবিধা ভোগীরা মহিলারা অংশ নেয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন একওয়া’র প্রশিক্ষক লাকী চাকমা, শিবু দে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী পৃথু দেওয়ান।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।