লংগদুতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

0 ১৭৩

মো.গোলামুর রহমান,লংগদু(রাঙ্গামাটি)

“প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে”সবাই মিলে করি পণ,বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির লংগদুতএ বিশ্ব পরিবেশ দিবস -২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার( ৫ জুন) বেলা ১২টার সময় লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস -২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

এর আগে র‍্যালি বের করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বৃক্ষরোপণ করে আলোচনা সভায় একত্রিত হয়।

র‍্যালি ও আলোচনা সভায় এবং বৃক্ষরোপনে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী
শামসুল আলম,উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম সহ প্রমুখ।

এ সময় বক্তারা এবারের বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান- প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে,সবাই মিলে করি পণ,বন্ধ হবে প্লাস্টিক দূষণ। উক্ত স্লোগানের আলোকে সবাইকে প্লাস্টিক সঠিক সংরক্ষণ, দূষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।