লংগদুতে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ
ওমর ফারুক মুছাঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে লংগদু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সোমবার(৬জুলাই), লংগদু উপজেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন এর সভাপতিত্বে লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার প্রধান অতিথি হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধির নিকট সরঞ্জামাদি হস্তান্তর করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, আওয়ামীলীগ নেতা রকি চাকমা, শাহাদাৎ হোসেন শিপু, মোঃ জিয়াউর রহমান জিয়া মেম্বার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। বিতরণকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে উপজেলার ১৩টি উচ্চ বিদ্যালয়, ৮টি প্রাথমিক বিদ্যালয়, ১টি কলেজ, ৬টি ধর্মীয় প্রতিষ্ঠান, ৩ জন শিল্পী ও উপজেলা ক্রীড়া সংস্থায় ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়। এতে ৩৫টি ফুটবল, ৭টি হ্যান্ডবল, ৮টি ব্যাটমিন্টন নেট সহ, ২টি জুড়ি, ১সেট মৃদঙ্গ, ৩২টি হারমোনিয়াম ও ১সেট ক্রিকেট সরঞ্জাম।