লংগদুতে বিদ্যুতের আওতায় আসলো দূর্গম উত্তর ইয়ারিংছড়ি
।। মোঃ গোলামুর রহমান ।।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার” এই উদ্দেশ্যেকে সামনে রেখে, রাঙ্গামাটির লংগদু উপজেলার দুর্গম এলাকা আটারকছড়া ইউনিয়নে নতুন করে বিদ্যুতের আওতায় এসেছে উত্তর ইয়ারিংছড়ি। দীর্ঘ দিনের স্বপ্নপুরণ হতে যাচ্ছে দূর্গম এলাকা উত্তর ইয়ারংছড়িবাসীর।
মঙ্গলবার (২৮জুলাই) উত্তর ইয়ারংছড়ি সেনা ক্যাম্পের দেড় কি.মি. পর্যন্ত নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়ছেে। পরবর্তীতে এই বিদ্যুৎ সংযোগটি উত্তর ইয়ারংছড়ির ৬নং ওয়ার্ডের তিন কি.মি. পর্যন্ত সম্প্রসারণ করা হবে।
বিদ্যুৎ সংযোগ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিদ্যুৎ বোর্ডের কর্মকর্তা অনুতর চাকমা, দীঘিনালা আবাসিক প্রকৗশলী মোঃ আরিফ হোসেন, উত্তর ইয়ারংছড়ির সেনা ক্যাম্পের পক্ষে ক্যাম্প সুবেদার মোঃ দুলাল মিয়া, উত্তর ইয়ারংছড়ি সেনা মৈত্রী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল হোসেন মালেক,বিদ্যুৎ সংযোগের ঠিকাদারের দায়িত্বরত প্রদীপ চাকমা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উত্তর ইয়ারিংছড়ি এলাকায় নতুন বিদ্যুতের আলোকিত হওয়ায় অত্যান্ত খুশি এলাকাবাসীরা।