লংগদুতে বিআরডিবি কর্তৃক কর্মজীবি মহিলাদের ক্ষুদ্র ঋন প্রদান

0 ১৩১

।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদুতে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গরু মোটাতাজা করণ প্রকল্পের আওতায় কর্মজীবি মহিলাদের ক্ষুদ্র ঋন প্রদান করা হয়েছে।
বৃহষ্পতিবার, উপজেলার বিআরডিবি কার্যালয়ে ডানে আটারকছড়া এলাকার পার্বত্য চট্রগ্রাম সমন্বিত সমাজ উন্নয়ন দলের ২২জন সদস্যাকে গরু ক্রয় করে লালন পালনে আর্থিক সচ্ছলতা বৃদ্ধির জন্য প্রতি জন সদস্যাকে ২৮ হাজার টাকা করে ৬ লক্ষ ১৬ হাজার টাকা বিতরণ করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বজল ইসলাম চৌধুরী, জুনিয়র অফিসার জাকির ভূঁইয়া, পরিদর্শক ঝন্টু কুমার চৌধুরী উপস্থিত থেকে এই ঋন বিতরণ করেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।