লংগদুতে বজ্রপাতে নিহত পরিবারদের পাশে জামায়াত- দুই লক্ষাধিক টাকা অনুদান প্রদান

0 ২৭০

আলোকিত লংগদু ডেক্সঃ

রাঙ্গামাটির লংগদুতে ঈদের দুইদিন আগে বজ্রপাতে ভাসান্যাদম ও করল্যাছড়িতে মোট ৫জন নিহত পরিবারকে প্রত্যেককে ৫০ হাজার করে ২লক্ষ ৫০হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করে বাংলাদেশ জামায়াত ইসলামী।

২৮জুন (শুক্রবার) জুমার পর ভাসান্যাদম এলাকায় এ অনুদান প্রদান করেন বাংলাদেশ জামাতে ইসলামী লংগদু উপজেলা শাখা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আর্থিক অনুদান প্রদান করেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহাজাহান।

লংগদু উপজেলা জামাতে ইসলামীর সভাপতি মাওলানা নাছির উদ্দীন এর পরিচালনায় এবং রাঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামাতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মনজুরুল আলম, জেলা জামাতের মজলিস শূরার সদস্য এ্যাডভোকেট হারুনর রশীদ, উপজেলা জামাতের নায়েবে আমীর মাওলানা এ এল এম সিরাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃশহীদুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।