লংগদুতে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চেক বিতরণ
।। আলোকিত লংগদু ডেক্স ।।
দলিত, হরিজন, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় রাঙামাটির লংগদু উপজেলায় অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার, লংগদু উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয় এর আওতাধীন সমাজসেবা অধিদপ্তর হতে প্রাপ্ত বরাদ্দকৃত অর্থ এসব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
লংগদু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন ১৫ জন দলিত এবং প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন ও মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ জন মোট ৪৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থীরদের মাঝে ৪ লক্ষ ৪৫ হাজার ২ শত টাকার চেক বিতরণ করেন। এই সময় সমাজ সেবা কার্যালয়ের অফিস সহকারী আবুল কালাম আজাদ এই কাজে সর্বাত্বক সহযোগিতা করেন।