লংগদুতে পা‌নি‌তে ডুবে শিশুর মৃত্যু

alokitolangadu@gmail.com

0 ৩৪৯

 

মো.গোলামুর রহমান, 

রাঙ্গামাটির লংগদু উপজেলায় পানিতে ডুবে সাবিনা  আক্তার(০৯)  এর মৃত্যু হয়েছে।

সোমবার ( ২৪ এপ্রিল) বেলা আনুমানিক ২টার সময় কালাপাকুজ্জা ইউ‌নিয়ন এর সালামপুর গ্রামে উক্ত ঘটনা ঘটে।
সা‌বিনা আক্তার (০৯), পিতা- মোঃ মা‌নিক, লংগদু উপজেলার সালামপুর এর সন্তান।

প্রত্যক্ষদর্শী সপ্না আক্তার জানান,   সা‌বিনা আক্তার আমার চাচা‌তো বোন হয়। আজ‌কে দুপুর ২ ঘ‌টিকার দি‌কে সা‌বিনা‌কে কোথাও খু‌জে না পে‌য়ে আ‌মি এবং সা‌বিনার মা ও আ‌রো ক‌য়েকজন বা‌ড়ির পশ্চিম পাশে গোসল করার ঘা‌টে গি‌য়ে খুঁজাখুঁজি করতে আ‌মি পা‌নি‌তে নামলে আমার পা‌য়ে সা‌বিনার শরীর লা‌গে। প‌রে ক‌য়েকজন মিলে  সা‌বিনা‌কে উদ্ধার করে মাইনীমুখ ন্যাশনাল হাসপাতা‌লে নেওয়ার পর চি‌কিৎসারত ডাক্তার তা‌কে মৃত ঘোষনা ক‌রেন। ভিক‌টিম সা‌বিনা আক্তার মান‌সিক ভারসাম্যহীন ও মৃগী ‌রোগী ছিল ব‌লে জানান পরিবারের লোকজন।

বিষয়টি লংগদু থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেছেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।