লংগদুতে নারী নির্যাতন, ধর্ষন বিরোধী সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ
।। দৈনিক আলোকিত লংগদু ডেক্স।।
রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে নারী ও শিশু নির্যাতন, ধর্ষন বিরোধী সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২ডিসেম্বের), সন্ধ্যায় উপজেলার মাইনীমুখ বাজারস্থ ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল আলী এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, লংগদু থানার এস আই শাহাবুল আলম, ইউপি সদস্য হোসেন আলী, ইউপি সদস্যা ফাতেমা জিন্না, শাহ তাজুল ইসলাম টিটন সহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।
অপর দিকে লংগদু থানার ৭ টি ইউনিয়নের বিট পুলিশিং এর উদ্যোগে এলাকায় সকল পেশাজীবির লোকজনদের উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন, ধর্ষন বিরোধী সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ করা হয়। এতে লংগদু থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তা এলাকার গন্যমান্য ব্যাক্তি, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যাগন উপস্থিত ছিলেন।