লংগদুতে তৃণমূল প্রার্থীর ভোট প্রদান

alokitolangadu@gmail.com

0 ৫২৩

 

।। মো. গোলামুর রহমান।।

রাঙামাটির লংগদুতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে ধীরে ধীরে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো আপত্তিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই আসনের তৃণমূল প্রার্থী মিজানুর লংগদু উপজেলার ভোটার হওয়ায়, তিনি সকাল ৯টায় মাইনীমুখ ইউনিয়নের মাইনীমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন। এ সময় তিনি বলেন, যদিও সকাল সকাল মানুষ কম হচ্ছে, ধীরে ধীরে ভোটাররা চলে আসবে।

এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ২৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ২২৬ জন, আর মহিলা ২৮ হাজার ৯শ’ ৩২ জন। এখানে সাতটি ইউনিয়নে ২২টি কেন্দ্রে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ চলছে। নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।