লংগদুতে জাতীয় কন্যা শিশু দিবস-২০ উপলক্ষে আলোচনা সভা

0 ১৫২

।। আলোকিত লংগদু ডেক্স ।।
“আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার” এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর), এউপলক্ষে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা করা হয়।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
এসময়  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ ফখরুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা, রাঙামাটি জেলা তথ্য অফিসার শাহাদাত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহী, ইউপি চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিগন এতে উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।