লংগদুতে জমজমাট কোরবানির পশুর হাট

১৩২

ও এফ মুছা :

রাঙামাটির লংগদুতে জমজমাট হয়েছে কোরবানির পশুর হাট। শনিবার (১৭জুলাই) উ্পজেলার মাইনীমুখ বাজার লঞ্চঘাট নদীর পাড়ে সাপ্তাহিক হাটের দিন (স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বাজয় রাখার শর্তে) এই কোরবানীর পশুর হাট বসেছে। এতে উপজেলার সাতটি ইউনিয়ন সহ বাঘাইছড়ির আমতলী ও দূরছড়ী এলাকা থেকেও গৃহস্থরা তাদের পালিত গরু, ছাগল মাইনীমূখ বাজারে কোরবানির হাটে নিয়ে এসেছে ভালো দামে বিক্রির উদ্দেশ্যে। তিন্তু গত হাটের তুলনায় এবার দূরদূরান্ত থেকে তেমন পাইকার না আসায় বেচাকেনা একটু কম হচ্ছে বলে জানালে এক গরু বিক্রেতা। কোরবানির পশুর হাট ঘুরে দেখা গেছে ৩ মন ওজনের একেকটি গরু বিক্রি হচ্ছে ৭৫-৮০ হাজার টাকার মধ্যে। গরু বিক্রেতা আবুল হোসেন জানান, গত বছরের তুলনায় এবছর গরুর দাম একটু কম। রাউজান থেকে পাইকার মাহাবুব মিয়া জানান এই বাজারে গরুর দাম তেমন বেশি না। আবার বেশি গরু কিনতেও পারছিনা কারণ কোরবানিরও বেশি সময় বাকী নেই। ইজারাদার সিরাজুল ইসলাম জানান, কোরবানির উপলক্ষে পর্যাপ্ত গরু আসলেও পাইকার কম আসায় বেচা বিক্রি হচ্ছে কম। স্থানীয় লোকজন তাদে কোরবানীর জন্য পচন্দনীয় গরু কিনতে পারছেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।