লংগদুতে মোবাইল কোর্টে ৮ জনকে আর্থিক জরিমানা
আলোকিত লংগদু ডেক্সঃ
রাঙামাটির লংগদু উপজেলায় প্রশাসনের উদ্যোগে করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়ন এর উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় ৮ জনকে অর্থদন্ড প্রদান হয়।
বুধবার (১৪জুলাই), লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা(ই্উএনও) এর নেতৃত্বে উপজেলার বাইট্টাপাড়া বাজার ও মাইনীমুখ বাজারে লগডাউন অমান্য করে দোকান খোলা রেখে বেচা-কেনা করার দায়ে ৮ দোকানদারকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩হাজার ২শত টাকা অর্থীক জরিমানা করা হয়। এসময় লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন সহ থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিদিন প্রচার প্রচারণা, মাইকিং ও মাক্স বিতরণ করা হচ্ছে।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।