লংগদুতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষকদের ৭ দিনব্যাপী মাতৃভাষা (চাকমা) সঞ্জীবনী প্রশিক্ষণ সম্পন্ন

alokitolangadu@gmail.com

0 ৩৮০

 

।। ওমর ফারুক মুসা।।

রাঙামাটির লংগদুতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষকদের ৭ দিনব্যাপী মাতৃভাষা (চাকমা) সঞ্জীবনী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

রোববার, লংগদু উপজেলা রিসোর্স সেন্টারে মাতৃভাষা (চাকমা) সঞ্জীবনী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে উপজেলা শিক্ষা অফিস গত ১০ জুলাই হতে ১৬ জুলাই পর্যন্ত এই প্রশিক্ষণের আয়োজন করে।

প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষকরা মাতৃভাষা (চাকমা) ভাষায় যাতে শিক্ষা দিতে পারাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন।

লংগদু উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দিন প্রশিক্ষণ উদ্বোধন করেন। উপজেলার দক্ষিণ সোনাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্ত চাকমা ও তিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল চাকমা প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন।

সমাপনীতে উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিও) শাহনাজ ইসলাম সহ প্রশিক্ষক ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।