লংগদুতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিখন কেন্দ্রের শুভ উদ্বোধন

১০২

লংগদুতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিখন কেন্দ্রের শুভ উদ্বোধন

।। আলোকিত লংগদু ডেক্স।।
“মুজিববর্ষে শপথ করি নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ি” এই শ্লােগানকে সামনে রেখে ২য় ধাপে বাস্তবায়নাধীন মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’র আওতাধীন ১৪-১৫ বছর বয়সী নিরক্ষর শিক্ষার্থীদের স্বাক্ষরতা প্রদানের লক্ষ্যে রাঙামাটির লংগদু উপজেলায় একযোগে শিখন কেন্দ্রের উদ্বোধনী কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১নভেম্বর), লংগদু উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো লংগদু’র এর আয়োজনে উপজেলার তিনটিলাস্থ এলাকার পাড়া কেন্দ্রের এই শিখন কেন্দ্রের উদ্বোধন করেন, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন।
এসময় মৌলিক স্বাক্ষরতা প্রকল্প(৬৪জেলা) উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক, জগলুল হায়দার, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা শাইনিং হিল’র পরিচালক মোহাম্মদ আলী, মৌলিক স্বাক্ষরতা প্রকল্প(৬৪জেলা) উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো লংগদু উপজেলা প্রোগ্রাম অফিসার মীর জুন্নুন আলম, শাইনিং হিল’র প্রোগ্রাম প্রশিক্ষক ভূপেষ দে, উপজেলা সুপারভাইজার আরমান খান সহ শিক্ষার্থী ও সুপার ভাইজারগন উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।