লংগদুতে উপজেলা বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত 

alokitolangadu@gmail.com

0 ২৬০

 

 

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি।

রাংগামাটির জেলার লংগদু উপজেলা বিএনপি’র উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় লংগদু উপজেলা বিএনপির অস্থায়ী অফিসের হলরুমে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের দাবীতে এবং দলকে গতিশীল করার লক্ষে সমন্বয় সভা করেন লংগদু উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,রাংগামাটি জেলা বিএনপির সভাপতি দিপেন তালুকদার দিপু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু নাছির,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেব জ্যোতি চাকমা,যুগ্ম সম্পাদক মুজিবল হক,কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল বারেক দেওয়ান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর কাসেম, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।