লংগদুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবি দিবস পালন

alokitolangadu@gmail.com

0 ১৬৮

 

।। আলোকিত লংগদু ডেক্স।।

‌‌‌‍‍‌’১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস’ ২০২৩ উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর), লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, লংগদু প্রেস ক্লাবের উপদেষ্টা মোঃ এখলাস মিঞা খান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সালাউদ্দিন আজহারুল, লংগদু থানার ওসি (তদন্ত) মোঃ জালাল উদ্দীন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ।

এসময় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে বক্তারা বলেন, বুদ্ধিজীবিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আজ বিশ্বের দরবারে মাথা তুলে দাড়িয়েছে। পাকিস্তানের দোসররা বঙ্গালীদের মেধা শূন্য করতেই সেই দিন বেচে বেচে বুদ্ধিজীবিদের হত্যা করেছিল। দেশ উন্নয়নে আমদের সকলকেই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।