লংগদুতে উপজেলা প্রশাসনের আয়োজনে   শেখ রাসেল  দিবস পালন 

alokitolangadu@gmail.cim

0 ২২২

 

 

।। আলোকিত লংগদু ডেক্স । । 

“শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  “শেখ রাসেল  দিবস উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা,  আলোচনা সভা ও  পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৮ আগষ্ট), লংগদু উপজেলা পরিষদ প্রাঙ্গণ  থেকে  একটি বর্ণাঢ্য শোভাযাত্র বের হয়ে প্রধান সড়ক ঘুরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  ও শেখ রাসেল এর প্রতিকৃতিতে গিয়ে উপজেলা প্রশাসন, লংগদু থানা পুলিশ,  বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ  ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন  শেষে উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গিয়ে  আলোচনা সভায় মিলিত হয়।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

উপজেলা মৎস্য অফিসার তানভির আহসান এর পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু।

বক্তব্য রাখেন, উপজেলা সহকারীক মিশনার (ভূমি) আকিব উসমান,  লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা  মীর শাহনেওয়াজ চৌধুরী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা  তথ্য আপা প্রকল্প  (২য় পর্যায়) শুচিরা  চাকমা।

শেষে “শেখ রাসেল  দিবস উপলক্ষে মঙ্গলবার  চিত্রাঙ্কন , কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের ও  শ্রেষ্ঠ ল্যাব হিসবে করল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের শেখ   রাসেল ডিজিটাল ল্যাব পুরস্কার  প্রদান করা হয়।

এসময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র ছাত্রীরা  উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।