লংগদুতে উপজেলায় ভূমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

২৪৪

লংগদুতে উপজেলায় ভূমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

।। আলোকিত লংগদু ডেক্স ।।
লংগদু উপজেলায় ভূমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ে নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী, সুশীলসহ সংশ্লিষ্টদের নিয়ে ২দিনব্যাপী কর্মশালা আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর অর্থায়নে ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির আয়োজনে উপজেলা হর্টিকালচার প্রশিক্ষণ সেন্টারে বুধবার (২৩ মার্চ) এ কর্মশালা শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার।
অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, জাইকা প্রকল্পের লংগদু প্রতিনিধি ত্রিপন চাকমা, উপজেলা ভূমি অফিসের সর্ভেয়ার মোঃ কামাল হোসেন। স্থানীয় জনপ্রতিনিধি ও হেডম্যান, কার্বারীরা এ কর্মশালায় অংশ গ্রহন করেন ।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।