লংগদুতে ইফা ইমামদের করোনা নিয়ে সচেতন মূলক সভা

0 ১৫৫

|| মোঃ গোলামুর রহমান ||

রাঙামাটির লংগদুতে ইসলামী ফাউন্ডেশন’র উদ্যোগে করোনার সেকেন্ড ঢেউ আসার সম্ভবনার কারণে সচেতন মূলক সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল দশটায় লংগদু উপজেলা ইসলামী ফাউন্ডেশন কার্যলয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন লংগদু উপজেলা ইসলামী ফাউন্ডেশনের এফএস নুর মোহাম্মদ কাদেরী, তিনি বলেন সারা বিশ্ব করোনা ভাইরাস নিয়ে মহা সংকটে পড়েছে, মধ্যেখানে কিছুটা কম হলেও পুনরায় মারাক্তক আকার ধারন করার সম্ভাবনা রয়েছে। তাই প্রধান মন্ত্রীর নির্দেশ মোতাবেক সকলে সঠিক ভাবে সচেতন হতে হবে এবং মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করতে হবে। সকল ইমাম সাহেব, মুয়াজ্জিনগণ মুসল্লিদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করবেন। যেহেতু শীতের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, তাই এখন থেকে সকলকে সচেতন থাকতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ইফার কেয়ারটেকার, সাধারণ শিক্ষক, শিক্ষিকা সহ অনেকেই।এসময় হযরত মোহাম্মদ (সঃ) কে অপমাননার দায়ে ফ্রান্স ও ফ্রান্সের পণ্য ভয়কট করার আহবান করেন তারা।

শেষে দোয়া, মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন এফএস নুর মেহাম্মদ কাদেরী।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।