লংগদুতে আওয়ামীলীগের উদ্যোগে  ঐতিহাসিক ৭ মার্চ পালিত

১৬৪

লংগদুতে আওয়ামীলীগের উদ্যোগে  ঐতিহাসিক ৭ মার্চ পালিত

।। আলোকিত লংগদু ডেক্স ।।
বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে লংগদু উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

সোমবার(৭ মার্চ), উপজেলা সদরে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম সরকার।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুভাষ চন্দ্র দাশ, হাজী মোঃ ফয়জুল আজীম, যুগ্ন সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইমলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সাদেক হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আল মামুন খান, লংগদু মডেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম অপু (প্রমুখ)।
এর পূর্বে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জাতীর জনক বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।