লংগদুতে প্রশাসনের উদ্যোগে ৭ মার্চের আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শণ

৭৬

লংগদুতে প্রশাসনের উদ্যোগে ৭ মার্চের আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শণ

।। আলোকিত লংগদু ডেক্স ।।
বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সোমবার(৭ মার্চ), উপজেলা সদরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার।
বিশেষ অতিথি ছিলেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত ( ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তৈয়ব আলী।
সাংবাদিক আরমান খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার খোরশেদ আলম, মুক্তযোদ্ধ্যা মীর শাহনেওয়াজ চৌধুরী।
এর পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শেষে অতিথিগন ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ উপলক্ষে রোববার লংগদু সেনামৈত্রী বিদ্যা নিকেতনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ে আয়োজিত রচনা ও চিত্রা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।