লংগদুতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

0 ১৮৮

।। আলোকিত লংগদু ডেক্স ।।

রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮মার্চ), লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, লংগদু প্রেস ক্লাবের উপদেষ্টা মোঃ এখলাস মিঞা খান, স্থানীয় বনবিভাগ কর্মকর্তা সজীব মজুমদার প্রমুখ।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম সহ বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, মুক্তিযোদ্ধা প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বক্তারা, উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সহ, মাদক, বাল্যবিবাহ, চোরা চালান, হাট বাজারে নিত্য পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।