লংগদুতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
alokitolangadu@gmail.com
মো. গোলামুর রহমান
রাঙ্গামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার(২২জুন), লংগদু উপজেলা সদরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) আকিব উসমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। বিশেষ অতিথি ছিলেন, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার মোঃ বেল্লাল উদ্দিন ।
এসময় বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগন ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যগন উপিস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করা হলে প্রশাসনের কর্মকর্তাগন সমস্যা সমাধানের ব্যাপারে মতামত জানান।