লংগদুতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪৩

।। আলোকিত লংগদু ডেক্স ।।
লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৩ আগষ্ট), উপজেলা সদরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।
এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা স্বাস্য কর্মকর্তা মোঃ শাহিন হোসাইন চৌধুরী, লংগদু থানা পরিদর্শক (তদন্ত), সানজিদ আহম্মেদ, দীঘিনালা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী সন্তোষ চাকমা, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান আবদুল বারেক দেওয়ান, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল সহ আরো অনেকে।
সভায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত সদস্য সহ বিভিন্ন কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
সভায় এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ সমস্যা, সড়ক সমস্যা, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং মাদক বিষয়ে সমস্যা সমাধান নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।