রাঙ্গামাটি রিজয়নের উদ্যোগে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ।

0 ১৬০

ডেস্ক রিপোর্ট:
মঙ্গলবার ২১ মে ২০২৪ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়াতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রাঙামাটি রিজিয়নের পরিচালনায় এবং রাঙামাটি জোনের ব্যবস্থাপনায় উক্ত মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচীতে ১৫০ কেজি মাছের পোনা ছাড়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, এসপিপি, এএফডব্লিউসি-পিএসসি।

এছাড়াও উপস্থিত ছিলেন জোন কমান্ডার, রাঙ্গামাটি জোন লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, পিএসসি, এবং অন্যান্য ব্যক্তিরা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন, কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ জাতীয় সম্পদ, এই সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। কাপ্তাই হ্রদের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধিতে মাছের অভয়াশ্রম ও রাঙ্গামাটির ৪টি চ্যানেল ড্রেজিংয়ের মাধ্যমে পুনরুদ্ধার করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী শান্তিচুক্তি বাস্তবায়নে সহযোগিতার পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি-সম্প্রীতি ও উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।