রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী

0 ৭৭

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তবর্তীকালীন মেয়াদে চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সজল কান্তি বণিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন, সাবেক জেলা পরিষদের সদস্য এবং কাউখালী উপজেলা আ’লীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী। গত ১৫ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলা পরিষদ থেকে পরিষদ পূনর্গঠনের জন্য সূপারিশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয় আর এই তালিকার পরে পার্বত্য মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠালে প্রধানমন্ত্রী গত ৮ ডিসেম্বর মঙ্গলবার অনুমোদন প্রদান করেন এবং ১০ ডিসেম্বর এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন- বরকল উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য সবির কুমার চাকমা, বাঘাইছড়ি উপজেলা আ’লীগের সহ-সভাপতি প্রিয় নন্দ চাকমা, জুড়াইছড়ি উপজেলা আ’লীগের সভাপতি প্রবর্তক চাকমা, নানিয়ারচর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা, রাঙামাটি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, লংগদু উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, রাঙামাটি সদরের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদল চন্দ্র দে (বাদল মাস্টার), কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নিউচিং মারমা, রাঙামাটি মহিলা যুবলীগের সহ-সভাপতি ঝর্ণা খীসা, লংগদু উপজেলার বাসিন্দা ও সাবেক জেলা পরিষদের সদস্য জানে আলমের স্ত্রী মোছা: আছমা বেগম, রাঙামাটি জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল ত্রিপুরা, কাপ্তাই উপজেলা আ’লীগের সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার এবং সাবেক জেলা পরিষদের সদস্য ও বিলাইছড়ি উপজেলার বাসিন্দা রেমলিয়ানা পাংখোয়া।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।