মেসির মূল্য ১০০ মিলিয়নে নেমে আসতে পারে!
রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন ইউরোর পুরোটা পরিশোধ করেই বার্সেলোনা থেকে বিদায় নিতে হবে লিওনেল মেসিকে। এমন খবরে সরগরম ছিল ফুটবল বিশ্ব। তবে নতুন খবর সামনে নিয়ে এলো ইংলিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’। তাদের প্রতিবেদনে উঠে এসেছে ১০০ মিলিয়নে নেমে আসতে পারে মেসির রিলিজ ক্লজ।
ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে দলে পেতে ইতিমধ্যে ৭০০ মিলিয়ন ইউরো নিয়ে প্রস্তুত প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। মেসিও সম্মতি জানিয়েছে ম্যানসিটিতে যোগদানের পক্ষে। তবে ৭০০ মিলিয়ন ইউরোর বিশাল রিলিজ ক্লজের জন্য ম্যানসিটি মেসিকে দলে ভেড়াতে পারছে না।
এদিকে গতকাল (২ সেপ্টেম্বর) মেসির এজেন্ট এই তারকার বাবা হোর্হে মেসি বার্সেলোনায় গিয়েছিলেন আলোচনার জন্য। যেখানে এই তারকার রিলিজ ক্লজের বিষয়ে সমঝোতা করতে চেয়েছেন হোর্হে মেসি। তবে দুই ঘণ্টা আলোচনা করেও সঠিক কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই পক্ষ।
তবে ‘দ্য টেলিগ্রাফ’ নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, মেসির ট্রান্সফার ফি কমে ১০০ মিলিয়ন ইউরোতে চলে আসতে পারে। আর যদি তাই হয়, তবে মেসির বার্সেলোনা ছাড়া হবে কেবল সময়ের ব্যাপার।