মাইনীমুখ বাজারে অগ্নিনির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

0 ৩৭১

মাইনীমুখ বাজারে অগ্নিনির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

।। আলোকিত লংগদু ডেক্স।।
রাঙামাটির লংগদুতে অগ্নিনির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর), লংগদু ফায়ার স্টেশন ও প্রশিক্ষণ আয়োজন কমিটির উদ্যোগে উপজেলার বানিজ্য কেন্দ্র মাইনীমুখ বাজারে অগ্নিনির্বাপন প্রশিক্ষণের আয়োজন করা হয়। মাইনীমুখ বাজার ব্যাবসায়ীগণ ও এলাকাবাসীরা এপ্রশিক্ষণে অংশগ্রহন করে।

কোথাও অগ্নিকান্ড সংগঠিত হলে কিভাবে আগুন নিবাতে হবে, দূর্ঘটনা থেকে উদ্ধার এবং আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা কিভাবে দিতে হবে এসব ব্যাপারে এলাকাবাসীকে প্রশিক্ষণ দেন লংগদু ফায়ার স্টেশনের টিম লিডার মোঃ সেলিম উদ্দিন ও সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, মাইনীমুখ বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রশীদ আহম্মদ সওদাগর, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেল, প্রশিক্ষণ আয়োজন কমিটির সভাপতি আব্দুল হালিম ও স্থানীয়রা।

এব্যাপারে লংগদু ফায়ার স্টেশনের টিম লিডার মোঃ সেলিম উদ্দিন বলেন, আমরা বাজার কমিটির পক্ষ থেকে অগ্নিনির্বাপন মহড়া বা প্রশিক্ষণের আয়োজন করেছি। কিভাবে আগুনের সূত্রপাত হয় এবং কিভাবে দ্রুত গতিতে আগুন নির্বাপন করতে পারি এসব ব্যাপারে জনসাধারণকে জানানোটাই হল আমাদের উদ্দেশ্য।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।