মহান বিজয় দিবস উপলক্ষে লংগদু সেনা জোনে প্রীতিভোজ আয়োজন
alokitolangadu@gmail.com
।। মো.গোলামুর রহমান।।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে প্রীতিভোজ আয়োজন করা হয়েছে।
শনিবার (১৬ডিসেম্বর), লংগদু জোন সদর দপ্তরে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া পিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, ৩৮আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, এএসএম আজিম উদ্দিন পিভিএমএস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুদ রানা, লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন রশীদ, লংগদু উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু সহ জোনের বিভিন্ন সেনা কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন সংগঠনেী নেতৃবৃন্দ ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা এই প্রীতিভোজে অংশ গ্রহণ করে।